BREAKING NEWS

Ads

Sunday, July 23, 2017

লোহাগাড়ার মহসিনের জোড়া গোলে হারলো বাকলিয়া।

বিবিসি বিডি টুডেঃ আজ দুপুর ২:১৫ মিনিটের সময় আজিজ ষ্টেড়িয়ামে লোহাগাড়া বনাম বাকলিয়া খেলাটি শুরু হয়। খেলার প্রথম আর্ধের ২০ মিটের সময় লোহাগাড়া টিমের দূরধান্ত খেলোয়াড় প্রথম গোল করেন মোঃ মহসিন। দ্বিতীয় আর্ধের ৫০ মিটের সময় আবারো দ্বিতীয় গোল করেন মোঃ মহসিন। আবার দ্বিতীয় আর্ধের শেষের ৫ মিটের সময় ফেনাল্টিতে গোল করে দলকে সমতায় পেরান বাকলিয়ার খেলোয়াড় সাকুর। লোহাগাড়া টিমের বেষ্ট ১১ জনের খেলোয়াড় হচ্ছে (১) রিদুয়ান -- গোল রক্ষক (২) আব্দুল্লাহ্ (৩) ইউছুপ (৪) মিনহাজ (৫) মহসিন কাজি (৬) শওকত -- অধিনায়ক (৭) ফারুক (৮) পারভেজ (৯) ছাদ্দাম (১০) আজাদ (১১) মোঃ মহসিন। খেলা শুরু হওয়ার ২৫ মিনিট পর ছাদ্দামের পরিবর্তে মাঠে নামেন (১২) চোহেল। বিরতির ৫৫ মিনিটের সময় মোঃ মহসিনের পরিবর্তে মাঠে নামেন (১৩) হাবিব। ৬০ মিনিটের সময় পারভেজ এর পরিবর্তে মাঠে নামেন (১৪) চোহেল। মোঃ মহসিনের জোড়া গোলে লোহাগাড়া টিম বাকলিয়া টিম থেকে ১ গোল এগিয়ে আছে। মহসিনের এই দূরধান্ত খেলা খুশি হয়েছেন লোহাগাড়ার ফুটবল প্রেমিকরা সহ সর্বস্থরের জনগন। লোহাগাড়া টিমের খেলোয়াড় মহসিন কাজির সাথে কথা বলে জানা গেল তারা তাদের দলকে জয় করার জন্য অসংখ্য পরিশ্রম করেছেন। তারা সব সময় চান তাদের দল সামনের দিকে অগ্রসর হোক। তারা পরবর্তী খেলায় জয় নিয়ে আসবেন বলে আশা করেন।

সংগ্রহঃ রাকিব

Share this:

Post a Comment

 
Copyright © 2014 BBC News Today. Designed by Arafat | Distributed By Gooyaabi Templates